শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরেন
expand
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরেন

বাংলাদেশ জামায়তে ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোট প্রতিষ্ঠার মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামো শক্ত করার লক্ষ্যে আন্দোলনের ৫ দফা গণদাবি ঘোষণা করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবিগুলো তুলে ধরেন।

জামায়াতের ৫ দফা দাবির মূল বিষয়গুলো হলো:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে সংরক্ষিত আসনের (PR) ব্যবস্থা চালু করা।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

স্বৈরাচারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও গবেষক এ দাবির সঙ্গে একমত। জনগণের দাবি আদায়ে গণআন্দোলনের বিকল্প নেই। এজন্য আজ এই কর্মসূচি ঘোষণা করা হলো।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আব্দুর রব, মোবারক হোসেন, মহানগর উত্তরের নায়েবে আমির আ. রহমান মূসা, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত এবং প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X