

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি এবং ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আট দলের পূর্বঘোষিত কর্মসূচিতে আংশিক সংশোধন আনা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (১৯ নভেম্বর) বিকালে আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাতটি বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী পূর্বঘোষিত কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হয়।
সংশোধিত কর্মসূচি অনুযায়ী সমাবেশ হবে— ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম এবং ৬ ডিসেম্বর সিলেটে।
প্রসঙ্গত, ৮ দলের পাঁচ দফা দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমমনা দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
মন্তব্য করুন
