শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মন্দকে ভালো দিয়ে প্রতিহত করুন: মীর্জা গালিব

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
মীর্জা গালিব
expand
মীর্জা গালিব

ডাকসু নির্বাচনের পর দেশের তরুণদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে। তাই এখন সময় গিয়ার বদলানোর, এই পরিবর্তনকে গ্রহণ করার এবং মন্দকে ভাল দিয়ে প্রতিহত করার।

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্জা গালিব শুক্রবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসলামপন্থী ও ডানপন্থী তরুণদের প্রতি এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, “আগে এই তরুণরা হাসিনার শাসনামলে নিপীড়িত ও নির্যাতিত ছিল। কিন্তু জুলাইয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশে তারা তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে যোগ্য ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব হিসেবে বিবেচিত।”

ড. গালিব আরও বলেন, হাসিনার শাসনের সময় রিঅ্যাক্টিভ আচরণ করা স্বাভাবিক ছিল। তখন ফেসবুকে কটূক্তি করা ছিল সাহসী প্রতিবাদ। কিন্তু এখন, যখন তরুণরা আপনাদের উপর ভরসা রাখছে, একই আচরণ করা কোনো ভালো কাজ হবে না। এখন সময় গিয়ার বদলানোর।

তিনি তরুণদের পরামর্শ দিয়েছেন, অনলাইনে কটূক্তি বা সমালোচনার মুখোমুখি হলে উদারভাবে প্রতিক্রিয়া দিতে।

মীর্জা গালিব আরো বলেন, যে গালি দিচ্ছে, সে সংখ্যালঘুর প্রতিনিধিত্ব করছে, আর আপনি সংখ্যাগরিষ্ঠ। তাই কটূক্তি হজম করুন, ভদ্রভাবে উত্তর দিন এবং মানুষের কাছে দেখান যে আপনি যোগ্য নেতৃত্বের অধিকারী।

ড. গালিব বলেন, “বাংলাদেশে রাজনীতি আর আগের অবস্থায় ফিরে যাবে না। এখন সময় এই পরিবর্তনকে গ্রহণ করার এবং মন্দকে ভাল দিয়ে প্রতিহত করার।”

অনলাইনে সক্রিয় ইসলামপন্থী ও ডানপন্থী যুবকদের মধ্যে এই আহ্বান ইতিমধ্যেই নেতৃত্বের দিকনির্দেশনার মতো গুরুত্ব পাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন