বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কৃষকের ধান কেটে দিলেন মুফতি আমির হামজা, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
মাঠে নেমে কৃষকদের ধান কাটতে সহায়তা করেন মাওলানা মুফতি আমির হামজা
expand
মাঠে নেমে কৃষকদের ধান কাটতে সহায়তা করেন মাওলানা মুফতি আমির হামজা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কৃষক, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করেন।

গণসংযোগের এক পর্যায়ে তিনি মাঠে নেমে কৃষকদের ধান কাটতে সহায়তা করেন। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়—মোটরসাইকেলযোগে নেতাকর্মীদের সঙ্গে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় যাচ্ছেন, কৃষকদের সঙ্গে কথা বলছেন এবং ভোট প্রার্থনার পাশাপাশি ধান কাটছেন।

ধান কাটার পর তিনি কৃষকদের বুকে জড়িয়ে ধরে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং তাদের দোয়া ও ভোট চান।

এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন