শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটসহ ৫ দফা দাবিতে উত্তাল রাজধানী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:২৯ পিএম আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পল্টনে জামায়াতে ইসলামীসহ ৮ ইসলামি দলের নেতাকর্মীরা
expand
পল্টনে জামায়াতে ইসলামীসহ ৮ ইসলামি দলের নেতাকর্মীরা

নভেম্বরে গণভোট আয়োজন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয়েছেন জামায়াতে ইসলামীসহ ৮ ইসলামি দলের নেতাকর্মী।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে পল্টনে পৌঁছান দলগুলোর শত শত নেতা-কর্মী, যার কারণে এলাকায় যান চলাচল প্রায় বন্ধ থাকে।

বেলা সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বে মিছিল শুরু হয়। এতে জামায়াতের ঢাকা দক্ষিণের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পল্টনে সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করবেন এবং পরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদান করবেন।

জামায়াতের সঙ্গে কর্মসূচিতে অংশ নেয়া অন্যান্য দলগুলো হলো: ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

গত সোমবার (৩ নভেম্বর) পুরানা পল্টনের খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

জামায়াতসহ ৮ ইসলামী দলের ৫ দফা দাবি: ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন