শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে জামায়াতের সমাবেশে সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
সমাবেশে বিভিন্ন জনের সঙ্গে সেলফী তুলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
expand
সমাবেশে বিভিন্ন জনের সঙ্গে সেলফী তুলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এই সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

বিশেষ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ার এর মধ্যে অন্যতম।

সাংবাদিক ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ার সমাবেশে অংশ নেয়া প্রধান অতিথীসহ বিভিন্ন জনের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশেষ করে প্রধান অতিথী আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সঙ্গে একান্তে কথা বলেন।

সমাবেশে ডা. তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, সেখানে নির্বাচনের বিষয়ে তিনি যা বলেছেন সেটার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ আমরা দেখছি না। কিন্তু উনি তো বিস্তারিত কথা বলেননি।’

প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে জামায়াতের এই নেতা বলেন, ‘জাতিসংঘে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা খুবই চমৎকার। আমি মনে করি বক্তৃতা প্রতিযোগিতার রেজাল্ট হলে তিনি নিঃসন্দেহে এক ধরনের গোল্ডমেডেল পেতেন।’

তিনি আরও বলেন, ‘চমৎকার বা ব্যতিক্রম হচ্ছে প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে মূল রাজনৈতিক দলগুলোর স্টেকহোল্ডার যারা তাদেরকে সফরসঙ্গী করা। আমি তার এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছি।’

এসময় জামায়াত নেতা নকিবুর রহমান তারেক উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন