

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যে সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা নাই যারা ক্লিন তাদেরকে জামায়াতে ইসলামীতে যোগদান করার আহ্বান জানালেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীরকে বলতে শোনা যায় যে, ‘যারা চাঁদাবাজি করেন না থাকেন ক্লিন, যেসকল আওয়ামী লীগ আছেন আপনার জামায়াতে ইসলামীর পতাকা তলে সামিল হন।’
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার বক্তব্যের ১২ সেকেন্ড ভিডিও প্রকাশ হয়। সেখানে এমন বক্তব্য দিতে শোনা গেছে।
জেলা জামায়াতের আমীরের এমন বক্তব্যে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশও করছে। মোল্লা রেদুয়ান বিন বেলাল নামের একজন ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লিখছেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া কি জানেন না যে, আওয়ামী লীগ এবং ক্লিন ইমেজ দুইটা দুই মেরুর শব্দ?
ক্লিন ইমেজের আওয়ামী লীগ বলে কোন শব্দ নাই। এই ক্লিন ইমেজের আওয়ামী লীগরাই চুপ থেকে এবং আওয়ামী ধর্মের প্রতি ঈমান এনে পিলখানা হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিল,আল্লামা সাঈদী রহি. রায় পরবর্তী দুইদিন হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিল,শাপলা হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিল, দিনের ভোট রাতে করার বৈধতা দিয়েছিল।
আয়নাঘর,গুম,খুন,ধর্ষণের বৈধতা দিয়েছিল। সর্বশেষ, জুলাইয়ে প্রায় দু'হাজার মানুষ জীবন দিতে হয়েছেন।আপনার আশেপাশে এই ক্লিন ইমেজের কোন আওয়ামী লীগকে এর জন্য এখন অব্দি লজ্জিত হতে দেখেছেন? আফসোস করতে দেখেছেন? দেখেননি, দেখবেনও না।বরং,এই ক্লিন ইমেজের আওয়ামীরা বিশ্বাস করে,তাদের সাথে অন্যায় হয়েছে। ক্লিন ইমেজের আওয়ামী লীগরা কেমন এটা যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ঘটনার দিকে তাকালেই জনাব রুহুল আমীন ভূঁইয়া আশা করি বুঝতে পারবেন।
রুহুল আমীন ভূঁইয়া স্যারের উচিৎ, উনার বক্তব্য প্রত্যাহার সহ বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    