

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় তিনি সেখানে উপস্থিত হন এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে জামায়াত আমির অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে ভবন নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ আশরাফুল হক, ঢাকা-১৮ সংসদীয় আসনের ১০ দলীয় জোট প্রার্থী ও এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন

