

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার পেশা ‘ব্যবসা ও কৃষিকাজ’।
এই দুই খাত থেকে তার বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। পাশাপাশি তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় রয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। হলফনামায় উল্লেখ করা হয়, কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ৫৫ হাজার টাকা এবং ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। তবে তিনি কী ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তা হলফনামায় উল্লেখ করা হয়নি।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমটিআইএস পাস করা আমির হামজা হলফনামায় জানিয়েছেন, দাখিলের সময় তার হাতে নগদ ছিল ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা।
হলফনামা অনুযায়ী, তার মালিকানাধীন মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের আনুমানিক বর্তমান মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা।
এছাড়া তার নামে একটি ভবন ও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে ০.৩৩ একর জমির ওপর নির্মিত ভবনের মূল্য ৮৪ লাখ ৩৬ হাজার টাকা এবং অ্যাপার্টমেন্টের মূল্য ২০ লাখ টাকা।
আমির হামজার মালিকানাধীন কৃষিজমির পরিমাণ ০.৭৮ একর, যার মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর হাতে নগদ ছিল ১ লাখ টাকা এবং ব্যাংকে জমা ছিল ১ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা।
এ ছাড়া তার তিন কন্যার নামে ব্যাংকে জমা রয়েছে ৬ লাখ টাকা। তার স্ত্রীর হেফাজতে রয়েছে উপহার হিসেবে পাওয়া ১০ ভরি সোনার গয়না, যার ক্রয়কালীন মূল্য ৬ লাখ টাকা, পাশাপাশি ১২ কাঠা কৃষিজমি।
হলফনামার তথ্য অনুযায়ী, মুফতি আমির হামজা মোট ১ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের মালিক।
মন্তব্য করুন

