

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৯ নভেম্বর ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করে একাধিক প্রস্তাব গৃহীত হয়।
সভায় বলা হয়, সরকার ফেব্রুয়ারি মাসে একযোগে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও এখনো অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করতে পারেনি।
সংগঠনের দাবি, নির্বাচন আয়োজনের আগে গণভোট ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ ৮ দলের উপস্থাপিত পাঁচ দফা দাবি মানা জরুরি।
গণভোট নিয়ে প্রশ্ন তুলে নেতারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে ফলাফল ঘোষণার ক্রম নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তারা সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রদানে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সভায় আরও বলা হয়, নির্বাচনী মাঠ সমতল করতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিভিন্ন স্থানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে এসব ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশ হওয়ার অভিযোগ এনে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
অধিবেশনে মানিকগঞ্জের বাউল আবুল সরকারকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নিয়েও আলোচনা করা হয়। বক্তব্যে বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা উচিত এবং পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে তা আইনশৃঙ্খলা অবনতির ঝুঁকি তৈরি করতে পারে।
সভা শেষে কেন্দ্রীয় মজলিসে শূরা ৮ দলের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানায়।
মন্তব্য করুন

