

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তবে তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচনে সরাসরি অংশ না নিলেও বিজয়ীদের ছাত্রশিবির সমর্থিত বলে পরিচিত করা হচ্ছে কেন?
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, ডাকসুর বিজয়ীদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটিই গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনে দীর্ঘদিন পর ভোট হলেও কিছু অনিয়ম ছিল।
কিছু সংবাদমাধ্যমে দেখলাম, ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে বলা হচ্ছে। অথচ আমার জানা মতে, ছাত্রশিবির নিজ নামে কোনো প্রার্থী দেয়নি। তাহলে এভাবে তাদের পরিচয় আসছে কেন?”
জাতীয়তাবাদী ছাত্রদল দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নেয়। ইসলামী ছাত্র আন্দোলনও নিজ নামে লড়েছে। কেউ কেউ স্বতন্ত্র বা শিক্ষার্থী ঐক্য নামে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
কিন্তু বিজয়ী প্রার্থীরা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ব্যানার ব্যবহার করেছিলেন। তাই বিজয়ীদের প্রতি আবারও অভিনন্দন জানিয়ে সালাহউদ্দিন প্রশ্ন তোলেন, তাদের সরাসরি শিবির পরিচয়ে উপস্থাপন করা কতটা যৌক্তিক।
মন্তব্য করুন