শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের টেলিবৈঠক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
তারেক রহমান ও জেমিসন গ্রিয়ার
expand
তারেক রহমান ও জেমিসন গ্রিয়ার

ট্রাম্প প্রশাসনের একজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি টেলিফোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় প্রায় ৩০ মিনিটব্যাপী এই বৈঠক হয় যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ার এর সঙ্গে।

সূচনা থেকেই আলোচনাটি ছিল তাৎপর্যপূর্ণ। দুই পক্ষের মধ্যে বাণিজ্য আলোচনার বিভিন্ন দিক উঠে আসে। এ সময় জেমিসন গ্রিয়ার জানতে চান, চলমান ট্রেড নেগোসিয়েশন নিয়ে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি কী এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হওয়া আলোচনার বিষয়ে তার অবস্থান কী।

জবাবে তারেক রহমান পরিষ্কারভাবে জানান, সরকারের পরিচালিত বাণিজ্য আলোচনার প্রতি তাদের সমর্থন রয়েছে এবং এ বিষয়ে বিএনপির কোনো আপত্তি বা ভিন্নমত নেই। সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে তারা ইতিবাচকভাবেই দেখছেন বলে তিনি উল্লেখ করেন।

বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেন।

কূটনৈতিক অঙ্গনে সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, বর্তমানে তারেক রহমান কোনো সরকারি দায়িত্বে না থাকলেও যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে এই যোগাযোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এই বৈঠকে আরও অংশ নেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য সহকারী ব্রেন্ডা লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি, উপ-সহকারী বাণিজ্য প্রতিনিধি রিক সুইৎজার, ইউএসটিআরের চিফ অব স্টাফ স্যাম মুলোপুলোস এবং উপ-ইউএসটিআর সিনিয়র বাণিজ্য নীতিবিষয়ক উপদেষ্টা ডি. আর. সেকিঞ্জার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X