শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ধর্মীয় উন্মাদনার অটোক্রেসি দেখতে পাচ্ছি: রিজভী

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
expand
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নির্বাচনের পাঁচ মাস আগে দলের সাবেক নেতা ফজলুর রহমানের নানা মন্তব্য বা বক্তব্যে দলে কোনো প্রভাব বা তার অবস্থান নড়বড় হবে কি না- এমন বিষয় জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেন, এটা পরের বিষয়।

" না, এই মুহূর্তে তো, সে আর দলের লোক না " উল্লেখ করেন রিজভী।

তিন মাস পরে ফজলুর রহমানের দলীয় পদের স্থগিতাদেশের কি হবে- এমন প্রশ্নে তিনি জানান সেটা সে সময় দেখা যাবে।

" এখন তো সে আমাদের কেউ না, সুতরাং সে কি বললো না বললো তার জন্য রেসপন্স নিবো না " বলেন মি. রিজভী।

দল হিসেবে বিএনপিকেও সতর্ক করা হয়েছে বলে ডাকসুর জিএস মি. ফরহাদ যে মন্তব্য করেছেন, এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি নেতা রিজভী।

রিজভির মতে, এমন বক্তব্য ফ্যাসিবাদেরই আরেক রূপ। গণতন্ত্রে ভিন্নমত, বিতর্ক ও আলোচনা, সমালোচনা থাকবেই। সত্যিকারের গণতন্ত্র হলে ভিন্নমত প্রকাশের অবকাশ থাকবেই।

এক দল আরেক দলের নানা কর্মকাণ্ডে অসঙ্গতি দেখলে সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের 'নর্মস বা রীতি-নীতি' বলে মন্তব্য করেন মি. রিজভী।

"কোনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বললে সেটা একেবারে সংবিধান বরখেলাপ হবে? গণতন্ত্রেতো উন্মুক্ত আলোচনার কথা বলা হয়েছে " ক্ষোভ প্রকাশ করে বলেন এই বিএনপি নেতা।

ডাকসুর জিএসের ওই মন্তব্যকে ইঙ্গিত করে রিজভীর দাবি, যদি সত্যিকারের গণতন্ত্র হয়, তবে সেখানে ভিন্নমত প্রকাশের যথেষ্ট অবকাশ থাকে। তারা যেটার কথা বলছে সেটা ভিন্নমত প্রকাশের নয়।

এখন বাংলাদেশে ধর্মীয় উন্মাদনার স্বৈরতন্ত্র দেখছেন উল্লেখ করে তিনি বলেন, " এর আগে এক ধরনের চেতনা নিয়ে সেক্যুলার স্রিজোফ্রেনিক অটোক্রেসি দেখলাম, এখন একটা ধর্মীয় উন্মাদনার অটোক্রেসি দেখতে পাচ্ছি।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন