বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের পথে তারেক রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ এএম
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান
expand
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান

যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা এবং বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টায় তাদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে।

এই ফ্লাইট প্রথমে দুবাইতে যাত্রা বিরতি দেবে। সেখান থেকে ফের উড়াল দিয়ে বাংলাদেশের আকাশে ঢুকে প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সেখানে যাত্রী নামিয়ে তৃতীয় দফায় উড়াল দিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে।

এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার পর তারেক রহমান সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে তাদের বাসা থেকে রওয়ানা করেন। পৌঁছান রাত সোয়া ১০টার দিকে। এখন তাদের দেশের মাটিতে পা রাখার অপেক্ষা।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X