শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিও যাবে হাদির মরদেহ গ্রহণ করতে: সালাহউদ্দিন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
সালাউদ্দিন আহমেদ
expand
সালাউদ্দিন আহমেদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ গ্রহণ করতে বিএনপিও যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে সারা জাতি শোকাহত। বিএনপিও এ ঘটনায় গভীরভাবে শোকাহত। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে নির্বাচন বানচালের জন্য দেশে এবং দেশের বাইরে থাকা পতিত ফ্যাসিবাদী শক্তি এ ঘটনা ঘটিয়েছে। বিএনপিও শহীদ ওসমান হাদির মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে যাবে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘কয়েকটি পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে; দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে এবং এর পেছনে সুগভীর চক্রান্ত রয়েছে। অগ্নিকাণ্ড ও হামলা করে গণতন্ত্রের যাত্রায় ব্যাঘাত ঘটানো যাবে না। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রা সঠিকভাবে সম্পন্ন হবে।’

এসব ঘটনা তারেক রহমানের দেশে ফেরা ঘিরে পরিবেশ উত্তপ্ত করার ষড়যন্ত্র হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, অর্থাৎ শুক্রবার রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার মূল হোতা হিসেবে ফয়সাল করিম মাসুদ এবং তাঁর সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর শেখকে চিহ্নিত করেছে। তাঁরা বর্তমানে পলাতক থাকলেও তাঁদের পরিবারের সদস্যসহ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয়। এর এক পর্যায়ে রাতে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর করে বিক্ষুব্ধরা। প্রথমে প্রথম আলো ভবনে এবং পরে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। দুই পত্রিকার সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X