রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সমাজে যারা ভদ্র ও দেশপ্রেমিক তারাই বিএনপি করে’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম
শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
expand
শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিএনপি প্রতিশোধপরায়ণ দল নয়; যারা সমাজে ভদ্র ও প্রকৃত দেশপ্রেমিক তারাই বিএনপি করে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শনিবার (৬ ডিসেম্বর) গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ও কুচাইপট্টি ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করে অহিংস ও শান্তিপূর্ণ শরীয়তপুর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে গোসাইরহাট ইউনিয়নের ২৩ নম্বর কামাড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নেন অপু। সেখান থেকেই দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর তিনি গোসাইরহাট ও কুচাইপট্টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাড়ি ও বাজারে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। খোঁজখবর নেন সাধারণ মানুষের।

সকলের কাছে ধানের শীষে ভোট চান এবং কেন্দ্রভিত্তিক ভোটব্যবস্থা, সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X