সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর বাড়িতে যুবদল নেতার হামলা-ভাঙচুর: নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
ক্ষতিগ্রস্ত বাড়ী (ইনসেটে) যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল সর্দার
expand
ক্ষতিগ্রস্ত বাড়ী (ইনসেটে) যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল সর্দার

লক্ষ্মীপুরের রায়পুরে জমি–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, মারধর এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল সর্দারের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায়।

ভুক্তভোগী মিনারা বেগম জানান, “আমার স্বামী প্রবাসে, বাড়িতে কোনো পুরুষ নেই। আমাকে একা পেয়ে জয়নাল আবদিন ও আব্দুর রহিমের নেতৃত্বে ১৫–২০ জন বহিরাগত লোকজন ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

এ সময় আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।” ভুক্তভোগী পরিবারের দাবি, জমি–সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারী জয়নাল ও মিনারা বেগমের মধ্যে চাচাতো ভাইবোন সম্পর্ক রয়েছে।

হামলার পর মিনারা বেগম জরুরি সেবা হটলাইন ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে পুলিশ আসার আগেই জয়নাল, আব্দুর রহিমসহ তাদের লোকজন পালিয়ে যায়।

মিনারা বেগম অভিযোগ করে বলেন, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন—রশিদ সরদার (৮০), মাইউদ্দিন সরদার (৫০), জয়নাল সরদার (৪০), সেলিম সরদার (৩৫), রহিম সরদার (৩২), রুবেল সরদার (৩০) সহ আরও অজ্ঞাতনামা ১৫–২০ জন নারী–পুরুষ।

ঘটনার বিষয়ে অভিযুক্ত জয়নাল সর্দারের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হয়।

প্রথমবার ফোন করলে তিনি “ব্যস্ত আছি” বলে কল কেটে দেন। এরপর বহুবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেননি।

এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তাৎক্ষণিকভাবে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X