

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।
মোদির বার্তাটি সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত হয়। সেখানে তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবনতি সম্পর্কে জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ভূমিকার কথা উল্লেখ করে মোদি আরও বলেন- বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভারতের পক্ষ থেকে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা রইল, প্রয়োজনে সহায়তার জন্য ভারত প্রস্তুত।
এর পরপরই বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানায়। দলটি লেখে- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভারতের প্রধানমন্ত্রী যে শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য দল আন্তরিকভাবে কৃতজ্ঞ।
পাশাপাশি সহায়তার প্রস্তাব দেওয়ায় বিএনপি গভীরভাবে প্রশংসা জানায়।
মন্তব্য করুন

