রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে ডিম মারা মিজানকে হাসিনার ফোন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
আওয়ামী লীগের নেতাকর্মীরা মিজানকে ফুল দিয়ে বরণ করে
expand
আওয়ামী লীগের নেতাকর্মীরা মিজানকে ফুল দিয়ে বরণ করে

নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার যুবলীগ নেতা মিজানুর রহমান মুক্তি পেয়েছেন।

এরপরই তাকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ফোন করে অভিবাদন জানিয়েছেন বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

দেশটির কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৯টায় মিজানকে জামিনে মুক্তি দেন।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিজানকে ফুল দিয়ে বরণ করে স্লোগান দেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আদালতে বিচারকের সামনে হাজির করার কথা ছিল রাত ১১টায়। আওয়ামী লীগের নেতাকর্মীর ভিড় এড়াতে সাড়ে ৮টায় বিচারকের সামনে হাজির করেন।’

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত জামিনে মুক্তি দেন। আগামী মাসে আদালতে যাওয়ার জন্য তারিখ দিয়েছেন। আমার নামে মামলা করা জাহিদ খানকে চিনিও না।

আমার ধারণা, এয়ারপোর্টের ঘটনায় পরিকল্পিতভাবে আমাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করানো হয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন