শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে মাইকিং, ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ এএম আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম
চট্টগ্রামের কর্ণফুলীতে মাইকিং
expand
চট্টগ্রামের কর্ণফুলীতে মাইকিং

আ. লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে মাইকিং করা হয়েছে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় পুলিশ এমন মাইকিং করেছে, যাতে বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে নতুন ভাড়াটিয়া নেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী থানার পক্ষ থেকে মাইকিং করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি জনসাধারণের মধ্যে আলোচিত হয়েছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক অটোরিকশা থেকে মাইকিং করে বলেন, “এ এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া নেওয়ার আগে তাদের আইডি কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যকে বাসায় ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “নির্দেশ অমান্য করলে বাড়ির মালিককেও আইনের আওতায় আনা হতে পারে।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ জানান, মাইকিং নিয়ে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। পরে বিষয়টি সংশোধন করা হয়েছে এবং মূলত সরকারের ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ সব সংগঠনকে বোঝানো হয়েছে, কোনো নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে বলা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X