মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দিতে আগ্রহী: চরমোনাই পীর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
expand
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে আগ্রহী।

রোববার (২৩ নভেম্বর) রাতের দিকে নলছিটি চায়না মাঠে উপজেলা মুজাহিদ কমিটির আয়োজন করা আলোচনা সভায় পীর রেজাউল করিম এ কথা বলেন।

তিনি বলেন, “মানুষের মধ্যে মানসিকভাবে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখন সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং ভালো প্রার্থীকে ভোট দেওয়ার।”

তিনি আরও যোগ করেন, “এ দেশে চাঁদাবাজ বা দখলবাজদের কোনো স্থান থাকবে না।

বিগত সরকারের আমলে দেশের মেহনতি মানুষদের অর্জিত অর্থ বিদেশে পাচার করা হয়েছে, দুর্নীতির রেকর্ড স্থাপন করা হয়েছে। এ ধরনের নেতাদের আর কেউ চাইবে না।”

সভায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সেকান্দর আলি সিদ্দিকি সভাপতিত্ব করেন।

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজিও উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন