

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।
শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় ব্যাপক আলোচনা। ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে ভ্রমণরোধ (ট্রাভেল ব্যান) থাকায় তিনি দেশ ছাড়তে পারেননি। তবে নিজেকে আটকে দেওয়ার কারণ জানেন না বলেই দাবি করেন সোহেল তাজ।
শনিবার ( ২৭ সেপ্টেম্বর) জাতীয় দৈনিক পত্রিকায় দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি নিজেও জানি না কেন ইমিগ্রেশনে আমাকে আটকে দেওয়া হলো। গত এক বছরে আমি একাধিকবার বিদেশ ভ্রমণ করেছি। সর্বশেষ গত জুন মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম, তখন কোনো সমস্যা হয়নি। এই ঘটনায় আমি অবাক হয়েছি। বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।
তার বোন মাহজাবিন আহমেদ মিমি গণমাধ্যমকে জানান, বুধবার যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সোহেল তাজ। তবে হঠাৎ করে কেন তাকে আটকে দেওয়া হলো, সে বিষয়ে তারও কোনো ধারণা নেই।
দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালে গাজীপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তবে মাত্র পাঁচ মাস পরই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
পরবর্তীতে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান। রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার সময় তিনি অভিযোগ করেছিলেন, কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও অবজ্ঞার মুখে পড়তে হয়েছে তাকে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    