

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অপহরণের হুমকির পর থেকে নিখোঁজ থাকা জুলাই যোদ্ধা মাওলানা আব্দুল্লাহ আল মামুন ওরফে কে এম মামুনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ফেসবুক পেজে একাধিক পোস্টের মাধ্যমে তার খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রথম পোস্টে জানানো হয়, মামুনকে পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদ এলাকায় পাওয়া গেছে। পরে আরেকটি পোস্টে জানানো হয়, তাকে উদ্ধার করে উত্তরায় আনা হয়েছে এবং একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, মামুন এখনও ট্রমায় আছেন, তবে তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থার উন্নতি হলে বিস্তারিত জানানো হবে।
পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে মামুনকে অপহরণের হুমকি দেওয়া হয়। এর পরদিন ভোরে তিনি রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।
মাওলানা আব্দুল্লাহ আল মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত। নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ থানায় তার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
মন্তব্য করুন

