শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

 তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে উন্নয়নশীল রাষ্ট্র: জয়নুল আবদিন ফারুক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
জয়নুল আবদীন ফারুক
expand
জয়নুল আবদীন ফারুক

বিগত ১৭ বছর নির্মম নির্যাতনের মধ্য দিয়ে সৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে অবিরাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে এদেশের মানুষ সৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। জুলাই আগস্ট বিপ্লবে মানুষের আকাংখাকে প্রাধান্য দিয়েই তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে এবং বাংলাদেশ কে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করা হবে। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক এ কথা বলেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তি সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস এর আন্তরিক প্রচেষ্টা ও দৃঢ়তায় এ দেশের মানুষের বহু আকাংখিত ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। আমরা যদি সকলে ঐক্য বদ্ধ থাকি তা হলে কোন ষড়যন্ত্রই নির্বাচনকে ব্যাহত করতে পারবে না।

তিনি শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উদযাপন এবং জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে, শিক্ষকদের কল্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শিক্ষা সংস্কার, বেগম খালেদা জিয়ার অবদান এবং তারেক রহমানের শিক্ষা জাতীয়করন ভাবনা" শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জয়নাল আবদিন ফারুক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নের অবদানের কথা উল্লেখ করে আলোচনা করেন।

তিনি বলেন, তারেক রহমান বলেছেন আইহেব এ প্ল্যান, উই হেব এ প্ল্যান।জনগন বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে তার এই প্ল্যান কে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করবে তারেক রহমান।

জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের আহ্বায়ক প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলাম।

সাংবাদিক শেখ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক শিকদার, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও পেশাজীবি জাতীয় আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, প্রফেসর সালাহউদ্দিন আহমদ, প্রিন্সিপাল ইশরাত জাহান, হোসনেয়ারা বেগম, অধ্যাপক মনিরুল ইসলাম ও এডভোকেট আলমগীর কবিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।অনুষ্ঠানে শিক্ষার প্রসার ও উন্নয়নে কৃতি ব্যক্তিদের শিক্ষা সম্মাননা প্রদান করা হয়।

তাদের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক,ড.মোশাররফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দলের সাবেক সভাপতি, ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম মেসবাহউদ্দিন সাবু( মরণোত্তর), প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলাম কে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X