মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সঙ্গে দুই দশকের সম্পর্ক শেষ করার ঘোষণা লেবার পার্টির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা আর বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখবে না।

২০০৬ সাল থেকে সমমনা জোট, ১৮ দল, পরবর্তীতে ২০ দলীয় জোটসহ বিভিন্ন সময় বিএনপির অন্যতম ঘনিষ্ঠ শরিক হিসেবে দলটি সক্রিয় ভূমিকা রেখে এসেছে।

ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি যুগপৎ আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার কর্মসূচি এবং ফ্যাসিবাদবিরোধী নানা আন্দোলনে বিএনপির পাশে থেকেছে। দীর্ঘ যাত্রার সেই অধ্যায়ই এবার বন্ধ করতে যাচ্ছে দলটি।

শুক্রবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

সভা শেষে লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়, অতীতে বিএনপির ডাকে আন্দোলনে অংশ নিয়ে দলটির বহু নেতা-কর্মী হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতনের শিকার হয়েছেন-এমনকি কারাবরণও করতে হয়েছে।

বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ডাকা হরতালের সময় ডা. ইরানের গ্রেপ্তার এবং জুলাই অভ্যুত্থানের সহিংসতায় দুজন কর্মীর নিহত হওয়া-এসব ঘটনাকে তারা বিএনপির প্রতি তাদের অনুগত ভূমিকার প্রমাণ হিসেবে উল্লেখ করে।

তাদের অভিযোগ, দীর্ঘদিনের মিত্রতা ও রাজনৈতিক সহযোগিতার পরও বিএনপি শরিকদের প্রতি দায়িত্বশীল আচরণ করেনি; বরং এককভাবে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে জোটের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যা তাদের মতে ‘অমর্যাদাকর ও অবিশ্বাসজনক’।

নেতৃবৃন্দ দাবি করেন, আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে দেওয়া অঙ্গীকার থেকে সরে গিয়ে বিএনপি বিতর্কিত, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে আলোচিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে। এমনকি মনোনয়ন বাণিজ্যেরও অভিযোগ ওঠায় দলটির নৈতিক অবস্থান ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলে তাদের মন্তব্য।

লেবার পার্টি বলেছে, এসব কারণেই তারা বিএনপি থেকে দূরত্ব বজায় রেখে নতুন রাজনৈতিক পথচলা শুরু করতে চায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X