রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার কোনো ব্যবস্থা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম
expand
দেশে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার কোনো ব্যবস্থা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তার ভাষায়, পরিস্থিতি ধীরে ধীরে আরও স্থিতিশীল হচ্ছে এবং ভোটের সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি স্বাভাবিকভাবেই বাড়বে।

রবিবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, ভূমিকম্পের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার কোনো ব্যবস্থা এখনো নেই, যদিও বিদেশে এমন কিছু অ্যাপ রয়েছে যা প্রায় ১০ সেকেন্ড আগে সংকেত দিতে সক্ষম।

বাংলাদেশেও এ ধরনের প্রযুক্তি চালুর সম্ভাবনা নিয়ে ভাবা হচ্ছে।

এ সময় তিনি বিল্ডিং কোড মানার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, জলাশয় ভরাট এবং খোলা জায়গা কমে যাওয়ার ফলে ঝুঁকি বেড়েছে। রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এসব বিষয়ে আরও সক্রিয় হতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন