

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার নতুন শটগান ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তিনি বলেন, আনসারদের ব্যবহৃত আগের অস্ত্রগুলোর বেশিরভাগই পুরোনো হয়ে যাওয়ায় সেগুলো হালনাগাদ করার প্রয়োজন দেখা দিয়েছে।
ড. সালেহউদ্দিন আরও জানান, আগে নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামের কথা বলা হলেও এখন সেই সংখ্যা কমানোর পরিকল্পনা রয়েছে।
শুধু ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যাম সরবরাহ করা হবে। ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।
চাহিদার ভিত্তিতে অতিরিক্ত এক কোটি ই-পাসপোর্ট বই কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
পাশাপাশি টিকার ঘাটতি মোকাবিলায় ইপিআই টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে রমজানের আগেই চাল ও গম আমদানি করা হবে।
মন্তব্য করুন
