

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি কর্মচারীরা শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির মিলনে আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চারদিন ছুটি পাবেন।
২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন, ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে। এর ফলে মোট চারদিনের বিশ্রাম মিলবে সরকারি কর্মচারীদের।
দেশের স্কুল-কলেজগুলোও এই ছুটির আওতায় থাকবে। এছাড়া ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) নিয়মিত ছুটি থাকায় শিক্ষার্থীরা দুই দিন অতিরিক্ত ছুটি পাবেন। ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিনও বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐচ্ছিক ছুটি থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনের ভিত্তিতে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী-শ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত। তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসিত হওয়ায় তাদের ছুটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারিত হবে।
চাকরিজীবীরা বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর বৃহস্পতিবার একদিন ছুটি পাবেন। এরপর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিনদিনের বিশ্রাম উপভোগ করতে পারবেন।
মন্তব্য করুন
