

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আর্ন্তজাতিক সম্মেলনকেন্দ্রে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রজাতির পাখি, কুকুর, বিড়াল এবং ঘোড়া। দর্শকরা এখানে প্রাণীর জীবনধারা, খাদ্যাভ্যাস ও চিকিৎসা সম্পর্কিত তথ্য জানতে পেয়েছেন।
মেলায় ফ্রি মেডিকেল চেকআপের পাশাপাশি পোষাপ্রাণীদের যত্ন সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শও দেওয়া হচ্ছে। এ আয়োজনের লক্ষ্য হল “দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল”। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই মেলার উদ্যোক্তা ‘অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।
মেলার পৃষ্ঠপোষক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্যোক্তা আতিকুর রহমান রুমন বলেন, প্রাণীপ্রেমী সংগঠনগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, এ ধরনের আয়োজন প্রাণী যত্ন ও নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বাড়াবে।
দর্শকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের মধ্যে প্রাণীপ্রেম বৃদ্ধি ও প্রযুক্তি ডিভাইসের প্রতি আসক্তি কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাণীর সঠিক যত্ন, চিকিৎসা সুবিধা ও জীবনধারা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের মেলা কার্যকর।
মন্তব্য করুন
