

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে স্কুল ও কলেজসমূহে ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে, যা মোট ১২ দিন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ছুটির আওতায় পড়বে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সেসব দিনও শিক্ষার্থীরা অবকাশ পাবেন। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিনেও বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা ঐচ্ছিকভাবে ছুটি নিতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের অধীনে, দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মী পূজার দিনগুলোকেও ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি স্ব-স্ব সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারণ করবে।
চাকরিজীবীদের জন্য বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর একদিন ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার মিলিয়ে মোট তিনদিন তারা বিশ্রাম নিতে পারবেন।
মন্তব্য করুন

