রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
পেঁয়াজ। ছবি সংগৃহীত
expand
পেঁয়াজ। ছবি সংগৃহীত

পেঁয়াজের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে এবং মন্ত্রণালয় এ বিষয়ে নিবিড়ভাবে নজর রাখছে।

বাণিজ্য উপদেষ্টা জানান, বর্তমানে পেঁয়াজ আমদানির অনুমোদন চেয়ে প্রায় ২ হাজার ৮০০টি আবেদন মন্ত্রণালয়ে জমা পড়েছে।

তিনি বলেন, আমরা বাজার পর্যবেক্ষণ করছি। যদি দেখি দাম প্রত্যাশিতভাবে না কমে, তাহলে শিগগিরই এসব আবেদন অনুমোদন করা হবে।

তিনি আরও বলেন, আগামী চার-পাঁচ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যদি এ সময়ের মধ্যে বাজার স্থিতিশীল না হয়, আমদানির অনুমতি দেওয়া হবে।

শেখ বশিরউদ্দীন জানান, একসময় পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকায় নেমে এসেছিল, যা কৃষকদের জন্য অনুকূল ছিল না। এরপর দীর্ঘ সময় দাম ৬০-৬৫ টাকার মধ্যে ছিল। পেঁয়াজ সংরক্ষণের সুবিধা বাড়াতে সরকার ইতোমধ্যে ১০ হাজার হাইফ্লো মেশিন সরবরাহ করেছে।

দামের ঊর্ধ্বগতির কারণ হিসেবে তিনি বলেন, মৌসুমের শেষ দিক, হঠাৎ ভারী বৃষ্টি এবং সংরক্ষণের সময় ওজন কমে যাওয়া এসব কারণে বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যা দামে প্রভাব ফেলেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন