রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৫ ট্রলার, ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
expand
৫ ট্রলার, ৩০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের নিকটবর্তী বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার এবং বাকি দুইটির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা।

তিনি আরও জানান, সেদিন বিকালে অন্তত ২০-৩০টি ট্রলার সাগরে মাছ ধরছিল। এসময় দু’টি স্পিডবোটে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে তারা পাঁচটি ট্রলারসহ প্রায় ৩০ জন জেলেকে ধরে নিয়ে যায়।

ঘটনার পর বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও প্রশাসনকে জানানো হয়েছে। তবে সঠিক কতজন জেলে অপহৃত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, তারা ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এর আগে গত ৫ থেকে ৩১ আগস্টের মধ্যে একইভাবে ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের বিষয়ে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে চলতি ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মোট ৩২৫ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে এই গোষ্ঠী। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা সম্ভব হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন