

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশে এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা।
সোমবার (৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস. এম. মাসুদুল হক জানান, “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর হয়েছে বলে শুনেছি। ফাইল আমাদের কাছে আসার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ফাইলে কিছু শর্ত যুক্ত করে এই অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রজ্ঞাপন জারি করার কার্যক্রম প্রধান উপদেষ্টার দপ্তর থেকে শিক্ষা উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে এবং দেশের ফেরার পর ৭ নভেম্বর এটি কার্যকর হতে পারে।
মন্তব্য করুন
