শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৫২ এএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম
expand
নির্বাচনে এআইয়ের অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার প্রতিরোধে নির্বাচন কমিশন (ইসি) বিশেষ উদ্যোগ নিচ্ছে।

তিনি বলেন, এআই এখন বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে, এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) ও ভুয়া তথ্য (ডিসইনফরমেশন) ছড়ানো রোধে একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেন, এই সেল গঠনের আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়া অত্যন্ত জরুরি। কারণ নির্বাচনকালীন সময়ে তথ্য বিকৃতি ও প্রযুক্তির অপব্যবহার ব্যাপক প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, নির্বাচনের সময় অনেক ঘটনা হঠাৎ করে ঘটতে পারে, বিশেষ করে রাতের বেলায় এআই অপব্যবহার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমাদের দিন-রাত ২৪ ঘণ্টা সক্রিয় থেকে কাজ করতে হবে।

তিনি আরও যোগ করেন, এই সেলে কী ধরনের জনবল থাকবে এবং কোথা থেকে তথ্য যাচাই-বাছাই করা হবে, তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন। কারণ বিভ্রান্তিকর তথ্য যেকোনো দিক থেকেই আসতে পারে—আমাদের জানতে হবে কীভাবে দ্রুত ও নির্ভুলভাবে তা শনাক্ত ও প্রতিক্রিয়া জানানো যায়।

সিইসি বলেন, আজকের কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞরা আমাদের ব্যবহারিক পরামর্শ দিতে পারবেন। আমি এখানে কোনো নীতিমালা তৈরি করতে আসিনি, বরং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা চাই। এই আলোচনা কমিশনের জন্য অত্যন্ত সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন মানবজীবনের নানা ক্ষেত্রে যেমন সুবিধা দিচ্ছে, তেমনি নেতিবাচক প্রভাবও ফেলছে। তাই নির্বাচনী পরিবেশে এর সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

কর্মশালায় চার নির্বাচন কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ, তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন