

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ সভায় যোগ দিতে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কেবল তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে আগামী বছরের নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
ড. ইউনূসের দাবি, ভারতের মাটিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রচার চালাচ্ছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করে এসেছে। যারা তাঁর পিছনে আছেন, তারা সম্ভবত আশা করছেন যে তিনি বিজয়ী নেতা হিসেবে বাংলাদেশে ফিরে আসবেন।”
তিনি আরও জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে হাসিনা সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন। তার কথায়, মোদীকে তিনি বলেছিলেন, “হাসিনাকে রাখলেও নিশ্চিত করতে হবে যে, তিনি আমাদের সম্পর্কে বা বাংলাদেশের মানুষকে নিয়ে কোনো বক্তব্য দেবেন না।” তবে মোদী এই বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া দেননি।
ইউনূস স্মরণ করিয়েছেন, জনবিক্ষোভের কারণে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর হাসিনা ভারতে গিয়েছিলেন এবং তখন থেকে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন।
তিনি ভারত থেকে হাসিনার এমন কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলতে পারে উল্লেখ করেছেন, তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযোগ খারিজ করেছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    