

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কাল বুধবার (১ অক্টোবর) থেকে সরকারি চাকরিজীবী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন।
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির মিলনে এই টানা ছুটি উপভোগ করতে পারবেন তারা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি।
এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটি পাচ্ছে সরকারি দফতর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।
তবে বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ম কিছুটা ভিন্ন। অনেক বেসরকারি অফিস শনিবার খোলা থাকে, ফলে সেখানে কর্মীরা তিন দিনের ছুটি পাবেন। প্রতিষ্ঠানভেদে ছুটি বাড়তিও হতে পারে।
অন্তর্বর্তী সরকারের সময় ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালে দুর্গাপূজায় দুই দিন ছুটি নির্ধারিত হয়েছে—একটি সাধারণ, একটি নির্বাহী আদেশে।
গত বছরের অক্টোবরেও একইভাবে চার দিনের ছুটি ভোগ করেছিলেন সরকারি চাকরিজীবীরা।
ছুটির সুবিধা এবার সবচেয়ে বেশি পাচ্ছে স্কুল–কলেজের শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দুর্গাপূজা উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে।
এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১১ দিনের ছুটি হবে। মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছুটি আরও বেশি, অর্থাৎ ১০ দিনের পূজার ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি যোগ হয়ে মোট ১২ দিনের ছুটি থাকবে।
তবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ছুটি সীমিত রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজার ছুটি মাত্র দুই দিন—১ ও ২ অক্টোবর।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    