শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইলিশের দাম নিয়ে সুখবর দিতে পারছি না: মৎস্য উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
expand
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

ইলিশ মাছের আহরণ ক্রমেই কমে যাচ্ছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরবরাহ কম থাকায় আড়তদারদের বলেও দাম কমানো সম্ভব হচ্ছে না। তিনি দুঃখ প্রকাশ করে জানান, ইলিশের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফরিদা আখতার বলেন, শনিবার পর্যন্ত দাম তেমন কমেনি। আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহসহ সব জায়গার খবর নিয়েছি। শুধু ঢাকার কথা বলি, ৪০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১ হাজার ৩৫০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রামের দাম ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকা এবং ৯০০ গ্রামের ওপরে প্রতি কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সে ক্ষেত্রে আমি খুব সুখবর দিতে পারছি না। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

ফরিদা আখতার বলেন, উৎপাদন ও আহরণ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। দুর্গাপূজা উপলক্ষে ভারতে সীমিত পরিসরে ইলিশ রপ্তানি চলছে উল্লেখ করে তিনি জানান, অনুমোদিত ১২০০ টনের বিপরীতে এখন পর্যন্ত মাত্র ১০৩ টন ইলিশ রপ্তানি হয়েছে।

তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় দেশের ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন