

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা ইসলামী ছাত্রশিবির মনোনীত প্রার্থী এস এম ফরহাদের অংশগ্রহণে আর কোনো আইনি জটিলতা নেই।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয়।
আদালত একইসঙ্গে জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বরই ভোট অনুষ্ঠিত হবে। ফলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকছে না।
শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী শিশির মনির বলেন, ফরহাদের প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়টি রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং অভিযোগভিত্তিক ছিল।
ডাকসু নির্বাচনে এবার মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী লড়ছেন। এছাড়া ১৮টি হলের ১৩টি পদে এক হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।
তিনি অভিযোগ করেন, ফরহাদ অতীতে ছাত্রলীগের কমিটিতে যুক্ত ছিলেন, অথচ এবার শিবিরের প্রার্থী হয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়।
তবে আপিল বিভাগের আদেশের ফলে ফরহাদসহ সব প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত হলো। এবার শিবিরের পক্ষ থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন

