

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের নির্দেশ আপিল বিভাগ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত ভোটগ্রহণে আর কোনো আইনি জটিলতা থাকছে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট আহসানুল করিম।
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ ডাকসু নির্বাচন স্থগিত করে ৩০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল। তবে চেম্বার আদালত সেই রায় তাৎক্ষণিকভাবে স্থগিত করলে বিষয়টি আপিল বেঞ্চে ওঠে।
রিট আবেদনটি করেছিলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আবেদন করেন।
চূড়ান্ত প্রার্থিতা তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে লড়ছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদস্য পদে—এবার ২১৭ জন প্রার্থী লড়ছেন এই পদে।
মন্তব্য করুন

