শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
expand
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার সার্ভিস কর্মীসহ চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জীবন বাঁচাতে গিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দেওয়া ফায়ার ফাইটাররা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, অগ্নিনিরাপত্তা বাহিনীর সদস্যরা সবসময় জীবনকে বাজি রেখে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেন। এই দুর্ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দিলো, তারা কত বড় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন।

প্রধান উপদেষ্টা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, প্রিয়জনদের হারানো কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে তাদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। দেশের প্রতিটি মানুষ কৃতজ্ঞতার সঙ্গে তাদের স্মরণ করবে।

ড. ইউনূস নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন, যেন শোকাহত পরিবারগুলো ধৈর্য ও শক্তি অর্জন করতে পারে এবং এ আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন