

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সয়াবিন তেলের লিটারপ্রতি ১০ টাকা মূল্যবৃদ্ধির প্রস্তাব সরকার না মানায় বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার আনুষ্ঠানিকভাবে দাম না বাড়ালেও সরবরাহকারী কোম্পানিগুলো কমিশন কমিয়ে দিয়েছে। এর ফলে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে খোলা তেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে।
গত তিন থেকে চার দিনে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম লিটারে গড়ে ৫ টাকা বেড়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকার দোকানপাট ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে লিটারপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর দাবি জানায়। তবে মন্ত্রণালয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মাত্র ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এখনও সে সিদ্ধান্ত কার্যকর হয়নি, কিন্তু বাজারে খোলা তেলের দাম ইতিমধ্যে বেড়ে গেছে।
খুচরা বাজারে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৭০ থেকে ১৭২ টাকায়।
সুপার পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকা।
কয়েকদিন আগেও খোলা সয়াবিন ছিল ১৬৯ টাকা আর পাম অয়েল লিটারপ্রতি ১৫০ টাকা।
পাইকারি পর্যায়ে দাম আরও বেশি বেড়েছে। ছোট ব্যবসায়ীরা জানাচ্ছেন, এক ড্রাম (২০৪ লিটার) সয়াবিন তেলের দাম কয়েকদিনে ৩২ হাজার টাকা থেকে বেড়ে ৩৪ হাজার ৪০০ টাকা হয়েছে। একই সময়ে সুপার পাম অয়েলের প্রতি ড্রামের দাম ২৯ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার টাকা।
যদিও খুচরা পর্যায়ে বোতলজাত তেলের দাম পরিবর্তন হয়নি, তবে পাইকারিতে প্রতি কার্টনে (২০ লিটার) ৫০ থেকে ৬০ টাকা বেশি গুনতে হচ্ছে। ফলে খুচরা বিক্রেতাদের লোকসান দিয়ে তেল বিক্রি করতে হচ্ছে।
সরকার নির্ধারিত সর্বশেষ দাম অনুযায়ী (৩ আগস্ট থেকে কার্যকর) বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিন ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকা নির্ধারিত রয়েছে।
মন্তব্য করুন

