সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টারসহ গ্রেফতার নিষিদ্ধ হিযবুত তাহরীরের ২ সদস্য 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ পিএম
নিষিদ্ধ হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেফতার
expand
নিষিদ্ধ হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেফতার

রাজধানীর মতিঝিলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মতিঝিলে সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর সময় তাদের গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।

পুলিশ বলছে, মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নং পিলারের গায়ে গ্রেফতারকৃতসহ আরও ৭/৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন "হিযবুত তাহরীর, উলাই'য়াহ বাংলাদেশ" এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X