বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে খেলাটা নিরাপদ নাও হতে পারে: ক্রীড়া উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
expand
ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে—ভারতে গিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ। তবে মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসি বিসিবিকে সেই সিদ্ধান্ত নতুন করে ভাবতে অনুরোধ জানায়। জবাবে বিসিবি তাদের আগের অবস্থানেই অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছে।

এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি জানান, আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনই বাংলাদেশকে ভাবিয়ে তুলেছে যে ভারতে খেলাটা নিরাপদ নাও হতে পারে।

গতকাল বিসিবি ও আইসিসির মধ্যে একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বিসিবি জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে এবং আবারও বাংলাদেশের সব ম্যাচ ভারত ছাড়া অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে—বিশ্বকাপের সূচি ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছে। বিসিবি জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আগ্রহী হলেও ভারতে খেলাটা বাস্তবিক অর্থেই ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মোস্তাফিজুর রহমানকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কট্টর গোষ্ঠীর চাপের কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবস্থান, ভারতে চলমান বাংলাদেশবিরোধী প্রচারণা এবং আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের করা ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন—সবকিছু মিলিয়েই এই শঙ্কা তৈরি হয়েছে যে বাংলাদেশের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও সমর্থকেরা সেখানে নিরাপদ থাকবেন না।

ক্রীড়া উপদেষ্টার মতে, একটি বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির উচিত পুরো পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা। তা না হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নাও নিতে পারে বলেও তিনি স্পষ্ট করে জানান।

আসিফ নজরুল আরও বলেন, এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদে বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে, তবে ভারতে গিয়ে খেললে তা দেশের জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে। খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা এবং দেশের সম্মানের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X