সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পিএম আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
আদালত প্রাঙ্গনে সাবেক আইজিপি মামুন
expand
আদালত প্রাঙ্গনে সাবেক আইজিপি মামুন

সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে ভোট নিয়ে কারসাজির পরামর্শ দেওয়ার অভিযোগ উঠেছে। ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারী নির্বাচনপূর্ব রাতে ব্যালট বাক্সে অর্ধেক ভোট ভরে রাখার প্রস্তাব দিয়েছিলেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তিনি এ বক্তব্য দেন। সকাল সাড়ে ১১টার দিকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামুন আরও জানান, আন্দোলন দমন ও রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল সর্বোচ্চ পর্যায় থেকে। হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং ব্লক রেইডের মতো সিদ্ধান্তও রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডে কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ছিলেন অতিরিক্ত উৎসাহী।

তিনি বলেন, র‌্যাবের কিছু ইউনিটে গোপন আটককেন্দ্র ছিল, যেখানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও সরকারের জন্য ‘হুমকি’ বলে বিবেচিত ব্যক্তিদের নিয়ে যাওয়া হতো। এমনকি “আয়নাঘর” নামের স্থানে আটক ও ক্রসফায়ারের মতো ঘটনা ঘটত বলেও দাবি করেন তিনি।

এর আগে, ২৪ মার্চ রাজধানীর মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে মামুন জানান, তিনি স্বেচ্ছায় রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করতে চান।

এ মামলায় ইতোমধ্যে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবার, চিকিৎসকসহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের আশা, চলতি মাসেই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X