

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতে অবস্থিত বাংলাদেশের সকল মিশন দেশটির নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে। সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ী, কর্মী ও সাংবাদিকেরা ভিসা চাইলে যাচাই করে ভিসা দেওয়া যেতে পারে।
বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশনগুলো ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভিসা দেওয়া সীমিত করে দেয়।
সম্প্রতি দিল্লি, আসাম, কলকাতা, ত্রিপুরা ও মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ-বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে দিল্লি ও শিলংয়ে ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। বুধবার থেকে ভারতে অবস্থিত অন্য মিশনগুলোও ভারতীয়দের জন্য ভিসা সীমিত করে দেয়।
কর্মকর্তারা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ভিসা দেওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুব কম।
মন্তব্য করুন

