রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে পুলিশ: ডিএমপি কমিশনার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
expand
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সাথে কাজ করছে পুলিশ। এরজন্য বাহিনীতে ব্যাপক রদবদল আনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন- ক্র‍্যাব'র বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় অনেকেই গানম্যান দেয়া হয়েছে, আগামীতেও কোন প্রার্থী নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় চাইলে তা দেয়ার ব্যবস্থা করা হবে।

হাদি হত্যা মামলার সকল আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার।

ক্র্যাবের সভায় ২০২৫ সালে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরষ্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X