মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে: আইন উপদেষ্টা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল
expand
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে প্রহসনের একটা রায়ের মাধ্যমে জেলখানায় পাঠিয়ে নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটি একটা প্রহসনের রায় ছিল, সাজানো রায় ছিল।

আইন উপদেষ্টা বলেন, উনাকে হয়তো আমরা এত তাড়াতাড়ি হারাতাম না। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান, এত মানুষের ভালোবাসা নিয়ে এরকম একজন নেত্রীর চলে যাওয়াটা একটা বিশেষ মুহূর্ত। আমরা প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি। একত্রে আমরা আগামীকাল শোক পালন করব, এরপর দুদিন শোক দিবস পালন করব। বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য অত্যন্ত সুশৃঙ্খলভাবে তার যে জানাজা এবং দাফন হবে সেগুলো আমরা পালন করব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X