রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিপ্লবী যোদ্ধা শহীদ হাদির কবরে রক্তজবা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম
বিপ্লবী চেতনার প্রতীক রক্তজবা ফুলগাছ
expand
বিপ্লবী চেতনার প্রতীক রক্তজবা ফুলগাছ

বিপ্লবী ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরীফ ওসমান হাদিকে পূর্ণ মর্যাদায় সমাহিত করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হয়।

দাফন শেষে শহীদ হাদির কবরে একটি রক্তজবা ফুলগাছ রোপণ করা হয়েছে, যা তার বিপ্লবী চেতনার প্রতীক হিসেবে চিহ্নিত করছেন তার সহযোদ্ধারা।

শনিবার সকাল থেকেই শহীদ হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে এক অভূতপূর্ব জনস্রোত লক্ষ্য করা যায়।

সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।

সেখানে গোসল ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে তার কফিন যখন মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে আসা হয়, তখন হাজার হাজার মানুষের গগনবিদারী স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X