শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
ওসমান হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক
expand
ওসমান হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোক বার্তায় হাদির পরিবারের প্রতি সমবেদনা জানানো শোক বার্তায় মা‌র্কিন দূতাবাস ব‌লে‌ছে, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা ওসমান হাদি মারা যান।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গুলি করে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসার পর সিঙ্গাপুর নেওয়া হলে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X