শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএইচআরএফ’র নতুন কমিটি, সভাপতি প্রতীক ও সম্পাদক শুভ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম
প্রতীক ইজাজ এবং মো. মোজাহিদুল ইসলাম শুভ
expand
প্রতীক ইজাজ এবং মো. মোজাহিদুল ইসলাম শুভ

দেশের স্বাস্থ্যখাতভিত্তিক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)-এর ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রতীক ইজাজ এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. মোজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিএইচআরএফ’র বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে এই কমিটি নির্বাচিত হয়। সভা শেষে নির্বাচন ২০২৬-এর চেয়ারম্যান আবুল খায়ের আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের সিনিয়র সদস্য মনিরুজ্জান উজ্জ্বল এবং কবির আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী কোর কমিটি আগামী দুই বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি গঠন করে।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আয়নাল হোসেন (আজকের পত্রিকা) ও মোহাম্মদ আল আমিন (ডেইলি সান)। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদ কমল (মাছরাঙা টিভি), অর্থ সম্পাদক আজাদুল আদনান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান (সমকাল), দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মাহমুদল হাসান (কালবেলা)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামিমুজ্জামান চৌধুরী (মোহনা টিভি), বুদ্ধদেব কুন্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), তাওসিয়া তাজমিম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–টিবিএস) এবং নেসার উদ্দিন আহাম্মদ।

এর আগে বিএইচআরএফের সদ্য বিদায়ী সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাবেক অর্থ সম্পাদক মো. বায়েজদী মুন্সী সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, স্বাস্থ্যখাতের জটিলতা, নীতিগত সংকট এবং জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা আরও জোরদার করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য। পাশাপাশি সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় করার অঙ্গীকারও করেন তারা।

নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএইচআরএফ স্বাস্থ্যখাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত, শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X